আপনি কি কখনও চিল্লায়ে চিল্লায়ে মোবাইল গেম খেলেছেন ? যদি না খেলে থাকেন, তবে এখন এ খেলে দেখন এখান থেকে! প্লে ষ্টোর লিঙ্ক কথা দিলাম ভাল লাগবে। বাংলাদেশ এ তৈরি প্রথম Voice Control গেম ।

Tuesday 29 December 2015

Time Service & Monkey Test ভাইরাস সমস্যা দূর করুন সবচেয়ে সহজ উপায়ে!

 অনেক সখ করে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনছেন ৷ অনেকদিন কোন সমস্যা ছাড়াই ইউজ করলেন ৷ হটাৎ করে কোত্থেকে যেন দুই বাঁদর এসে দিল সাধের ফোনে গন... thumbnail 1 summary
 অনেক সখ করে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনছেন ৷ অনেকদিন কোন সমস্যা ছাড়াই ইউজ করলেন ৷ হটাৎ করে কোত্থেকে যেন দুই বাঁদর এসে দিল সাধের ফোনে গন্ডগোল লাগিয়ে ৷ এমন প্যারা দিল মন চায় মোবাইল ঢিল দিয়া বাড়ির পিছনের ডোবায় ফালায় দেই :p কি করা যায় সেই চিন্তায় মাথায় টাক হইয়া যাইতাছে!

প্যারাময় এই দুই জমজ বাঁদরের নাম হইল গিয়া Time Service & Monkey Test এই দুইটা এমনভাবে মোবাইলে আঠার মতো লাইগা থাকব যে দেখলে মনে হইব আপনার ফোনের প্রেমে পইড়া গেছে! এগুলা আনইন্সটল করলেও যায় না, আবার রিসেট মারলেও লাভ হয় না ৷ কি একটা সমস্যা!

বহুত প্যাচাল হইছে, এবার ডাইরেক্ট অ্যাকশন ৷ মানে “ধর তক্তা মার পেরেক” ট্রিটমেন্ট হবে! জমজ বান্দরগুলারে উষ্ঠা মাইরা বিদায় করতে হবে ৷

যেভাবে করবেনঃ

১ম পদ্ধতি (রুটেড ডিভাইসের জন্য)

  • প্রথমে (link2sd) ডাউনলোড করে নিন ৷ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
  • ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন৷ রুটের অ্যাকসেস চাইলে রুট দিন ৷
  • দেখবেন আপনার ফোনের যাবতীয় অ্যাপ চলে আসছে ৷ এইবার সেখান থেকে Monkey Test অ্যাপটা খুঁজে বের করুন৷
  • খুঁজতে কষ্ট লাগলে উপরে ডান পাশে search অপশন পাবেন যেখানে ক্লিক করে Monkey Test লিখুন৷
  • এবার Monkey Test এ গুতা দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন দেখবেন কতগুলো অপশন চোক্ষের সামনে চলে আসছে ৷ সেখান থেকে freeze এ গুতা মারেন



  • Monkey Test এর পাশে frozen লেখা থাকবে



  • Time Service এর ক্ষেত্রেও একই কাজ করুন ৷
ব্যাস! হয়ে গেল সমাধান ৷ এখন থেকে ঐ দুইটা বান্দর আর প্যারা দিবে না ৷ কিভাবে দিবে বলেন, ঐ দুইটারে তো আপনি এইমাত্র ঠাডাহত করে দিছেন

সতর্কতাঃ চালাকি করতে গিয়া Time Service এবং Monkey Test দুইটা আনইন্সটল কইরেন না ৷ তাইলে আবার ধরা খাইবেন ৷ ফ্রিজ করেন, তাইলে ওগুলোর ফাংশন disable হয়ে যাবে, কাজ করতে পারবে না


দ্বিতীয় পদ্ধতিঃ (নন-রুটেড ডিভাইসের জন্য)

  • প্রথমে ফোনের settings থেকে apps এ গিয়ে Monkey Test খুঁজে বের করুন ৷
  • তারপর Monkey Test এর ভেতরে গিয়ে disable সিলেক্ট করুন ৷
  • Time Service এর ক্ষেত্রেও উপরের দুই পদ্ধতি প্রয়োগ করুন ৷
বিঃদ্রঃ নন-রুটেড পদ্ধতিটা সব সময় কাজ করে না ৷ অধিকাংশ সময় ডাটা কানেকশন অন করলে Time Service ও Monkey Test ভাইরাস দুইটা আবার নিজ দ্বায়িত্বে চলে আসে! তাই রুটেড পদ্ধতি প্রয়োগ করলে সবচেয়ে ভাল ৷

1 comment

আপনি কি কখনও চিল্লায়ে চিল্লায়ে মোবাইল গেম খেলেছেন ? যদি না খেলে থাকেন, তবে এখন এ খেলে দেখন এখান থেকে! প্লে ষ্টোর লিঙ্ক কথা দিলাম ভাল লাগবে। বাংলাদেশ এ তৈরি প্রথম Voice Control গেম ।